বিদ্যালয়টি ১৯৯৬ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জনস্বার্থে স্থাপিত করা হয়।
বিদ্যালয়টি ১৯৯৬ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জনস্বার্থে স্থাপিত করা হয়।বিদ্যালয়টি ক্যাচম্যান এরিয়ার মধ্যে প্রায় ৪০-৫০ হাজার জনগন বসবাস করেন। এখানে প্রায় ৯-১০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের চরদিকে পদ্মা নদী এখানে শিবচর উপজেলার চরটি ইউনিয়ন ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দুইটি ইউনিয়নের মোট ৬টি উনিয়নের জনসংখ্যা বসবাস করেন।এই বিশাল চর এলাকায় কোন মাধ্যমিক কোন বিদ্যালয় না থাকায় এলাকার পক্ষ থেকে চরজানাজাত ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো: বজলুর রহমান সরকার ও স্থানীয় এমটি জনাব নূর ই আলম চৌধুরী এর পৃষ্ঠপোষকতায় স্থাপিত করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
মো:বজলুর রহমান সরকার--- প্রতিষ্ঠাত সভাপতি
গ্রাম:চরজানাজাত ঘাসের হাট,
ডাকঘর : চরজানাজাত
উপজেলা:শিবচর,
জেলা:মাদারীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস