মাদারীপুর জেলাধীন শিবচর পৌরসভার ০৯নং ওয়ার্ডে পাঁচ্চর-শিবচর মহাসড়কের পার্শ্বে খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্বে খানকান্দি, বাহাদুরপুর, হাজীপুর, বড় দোয়ালী, নলগোড়া, চর বাচামারা ও আশপাশের এলাকার শিক্ষার মান ছিল অত্যন্ত নাজুক। অত্র এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকার কারণে এলাকার জনগণ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। শিক্ষার আলো ছড়ানোর জন্য এলাকার গন্যমান্য ও বিত্তশালী লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সৈয়দ মোশাররফ হোসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
ক্রমিক নং | পাশের সন | পাশের হার |
০১ | ২০০৯ | ৭৭.২৭% |
০২ | ২০১০ | ৮৪.৮৫% |
০৩ | ২০১১ | ৭৫% |
০৪ | ২০১২ | ৯৬.১৫% |
০৫ | ২০১৩ | ৭৭.৭৮% |
গ্রাম+পো: খানকান্দি, উপজেলা: শিবচর, জেলা: মাদারীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস