উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়টি মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন উমেদপুর ইউনিয়নের উমেদপুর গ্রামে, শিবচর – জাজিরা পাকা সড়কটির পাশে - ছায়া ঘেরা, পাখি ডাকা মনোরম পরিবেশে অবস্থিত।
শিক্ষার মান উন্নয়ন, আধুনিক ও যুগোপযুগি শিক্ষার প্রসার ঘটার লক্ষ্যে ১৯৯৪ ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: নুরুল আমিন রেপারী প্রতিষ্ঠা করেন উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম নামক উচ্চ বিদ্যালয়টি। প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার মূল উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষারমূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কর্মকান্ডও পরিচালনা করে আসছে স্বগৌরবে। ফলে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠা পেয়েছে একটি আধুনিক যুগোপযুগি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে।
রমিক নং | পাশের সন | পাশের হার |
০১ | ২০০৯ | ৯১.০২% |
০২ | ২০১০ | ৮৪.৫৫% |
০৩ | ২০১১ | ৮৯.৮৪% |
০৪ | ২০১২ | ৮১.৫১% |
০৫ | ২০১৩ | ১০০%
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস