মাদারীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হলেন শিবচরের ইউএনও ইমরান আহমেদ । কর্ম দক্ষতার ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয় । সাপ্তাহিক মাদারীপুর কন্ঠ ও শিবচর বার্তা ডটকমের পক্ষ থেকে দক্ষ এই কর্মকর্তার প্রতি শুভ কামনা রইলো।
জানা যায় , রবিবার সন্ধায় মাদারীপুর লেকের পাড়ে জেলা প্রসাশন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ এর হাতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্রেস্ট তুলে দেন । এছাড়াও তার হাতে পুরস্কার হিসেবে একটি ট্যাবলয়েড তুলে দেওয়া হয় । এসময় মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন , সিভিল সার্জন ডাঃ দিলীপ বিশ্বাস, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এছাড়াও জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নির্মল বিশ্বাস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS